pother pathor - ahmed hasan sunny lyrics
Loading...
[verse 1]
বুকের ভেতর পাহাড় বাঁধো
পাখির পালক মনে
একটু না হয় পথ হারালে
নিজের প্রয়োজনে
[chorus]
যদি দুঃখ জমে চোখের কোণে
অশ্রু হয়েই ঝরো
বুকের মধ্যে স্বপ্নটাকে
শক্ত করে ধরো
বুকের মধ্যে স্বপ্নটাকে
শক্ত করে ধরো
[verse 2]
মানুষ বাঁচে আশার কাছে
আছে পুরোটা পথ খোলা
সকল পথের পাথর তুলে
নিজের পথে চলা
[chorus]
যদি দুঃখ জমে চোখের কোণে
অশ্রু হয়েই ঝরো
বুকের মধ্যে স্বপ্নটাকে
শক্ত করে ধরো
বুকের মধ্যে স্বপ্নটাকে
শক্ত করে ধরো
[instrumental]
[verse 3]
ভয় পেওনা বন্ধু তুমি
আগলে রাখো আলো
পৃথিবীর আঁধারে তোমার
মনের আগুন জ্বালো
ভয় পেওনা বন্ধু তুমি
আগলে রাখো আলো
পৃথিবীর আঁধারে তোমার
মনের আগুন জ্বালো
[chorus]
যদি দুঃখ জমে চোখের কোণে
অশ্রু হয়েই ঝরো
বুকের মধ্যে স্বপ্নটাকে
শক্ত করে ধরো
বুকের মধ্যে স্বপ্নটাকে
শক্ত করে ধরো
Random Song Lyrics :
- obrigado - mc janota lyrics
- untitled - crabtree124 lyrics
- strong - rac remix - london grammar lyrics
- ζωντανός ουρανός (zontanos ouranos) - katy garbi lyrics
- les rêves de vétéran - alain bashung lyrics
- keep on rising - radio mix - ian carey lyrics
- when i die - the real milli vanilli lyrics
- белый порошок - sanjkez lyrics
- o que é que adianta - anselmo ralph lyrics
- lbs cake (pound cake) - official pusha preme lyrics