swar - 13th funeral lyrics
Loading...
tanveer nayeem
তোমার জন্যে ব্যাস্ত শহরগুলো কাঁদে
তোমার জন্যে গোধুলী আলো শেষ কণা
যা দেখে তোমার মনে কাঁদে ঝড়।
তোমার জন্যে রাজপথের নিয়ন আলোয়
তোমার জন্যে গোধূলি মিশে গেছে গভীর আলোয়
তুমি জানো না কি দেখে আমি তোমাকে
তুমি জানো নাহ গোধুলীর শেষ বিকেলে তোমাকে
হারিয়ে ফেলেছি তোমার সব
হারিয়ে ফেলেছি তোমার স্বর।।
গোধুলী তোমার
গোধুলী সবই তোমার
যেন আমি এই পথে।
তারার আলো
যেন ক্ষুদ্র ক্ষুদ্র মায়া জালে
যেমনি ছিল
লাল সবুজের ওই ল্যাম্পপোস্টে।
যেমনি ছিল তেমনই থাকুক
যেমনি ছিল তেমনই থাকুক
তোমার শেষের আলো।
ভেবো তুমি দাড়িয়ে
গিয়েছি হারিয়ে
কেন তুমিই
হারিয়ে ফেলেছি তোমার স্বর
Random Song Lyrics :
- ice monster [acoustic] - minus the bear lyrics
- 花木蘭 (hua mulan) - stephanie cheng 鄭融 lyrics
- willkommen (supafunk remix) - b-lash lyrics
- somebody cares - maoli lyrics
- agony - mavado lyrics
- memento mori - bobby fletcher lyrics
- il padre sono io - i boom lyrics
- heartbeats - number one gun lyrics
- jornada épica - all pray lyrics
- boarding - dee black lyrics