kichui nei - 13th funeral lyrics
Loading...
তোমার জন্য ব্যস্ত এ শহর
আর আমার জন্য ধুলো মাখা পথ
তোমার জন্য নিয়নের আলো
আর আমার জন্য অন্ধকার ঘর
তোমার জন্য হারানো এ গান
তোমার জন্য কি বা পেলাম!
তোমার জন্য অলি গলি
ব্যস্ত শহর রাস্তা গুলি
তোমার জন্য সকাল বিকাল
তোমার জন্য হারানো এ গান
তোমার জন্য কি বা পেলাম
যখন নামে বিকেল আর সন্ধ্যে
তখন তোমার চুলেরই গন্ধ্যে
হাওয়ায় মিশে যেতে চাই
তোমার মনেরই আঙিনায়
তখন উদাসি বিকেল
মেঘ গুলো জড়ো হয়ে যায়
তোমার জন্য হারানো এ গান
তোমার জন্য কি বা পেলাম
Random Song Lyrics :
- ponto alto - praise machine lyrics
- disembodied head - draco and the malfoys lyrics
- over the moon - rain ventura lyrics
- what a shame - peter gural lyrics
- justice - casino royale lyrics
- byrons - robbie mac lyrics
- the man from down below - fidel kawalec lyrics
- czary mary - karian lyrics
- panther shachor - פנתר שחור - fortisakharof - פורטיסחרוף lyrics
- broken - czamusic lyrics