chotto metro ga - 13th funeral lyrics
Loading...
রাতভর জেগে থাকি তোমার কথা ভেবে
আমার এ হাত তোমার হাতে রাখবে কোন কালে..
যেদিন থেকে তোমার টিপের প্রেমে পড়লাম আমি
কপাল জুড়ে ঠোঁটের চুমু সাথে পাগলামি ..
তুমি কাছে আসলে অস্থির হয় মন
ভালোবাসায় অন্ধ আমার দিনযাপন
তুমি কাছে আসলে অস্থির হয় মন
ভালোবাসায় অন্ধ আমার দিনযাপন
চট্টমেট্রো ক খ গ
চট্টমেট্রো গ
আবারও বলছি তোমায় গানে গানে শুনছো তুমি কথা
নিজের জন্যে গান গেয়ে পেলাম ভালোবাসা
চট্টমেট্রো ক খ গ
চট্টমেট্রো গ
অধিক প্রিয় মহা গোপনে তীর্থ বনে যাই
আমি অপার ভেবে বসে স্বর্গ দেখা পাই!
অন্ত কালো নীল শিরায় ফিরি বাস্তবতায়
তোমায় নিয়ে হেটে চলি রঙিন হতাশায়!
ক্ষুদ্র প্রার্থনাতে বিষাদিত কোনে মন
পৃথিবীটা ঘড়ির কাটায় হারিয়ে স্বপ্ন
চট্ট মেট্রো ক খ গ,চট্ট মেট্রো গ
Random Song Lyrics :
- zombie (#zombie) - tenebleu lyrics
- syukur - altimet lyrics
- love or hate - jay-z sourashis lyrics
- peel st. - squid lyrics
- lonely - blissful artist lyrics
- mode 34 - km$symn, kazu wavey lyrics
- ahora pregunta por mi - dudi, bejaa & cubanbeef lyrics
- 100 k - hippocampe fou lyrics
- hızlanma vız gelir - ceza & killa hakan lyrics
- who's bad - jay milli lyrics